UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

usharalodesk
এপ্রিল ৩, ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে সাইফুল (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে কোনো এক সময় উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের নগরপাড়ার হাসান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে সাইফুলসহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান।এ সময় ভারতের ১৫৯, বিএসএফের ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই মারা যান। তার লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে বলে তারা জানায়।

রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার পরিবার বিষয়টি তাকে অবহিত করেছে। ১৬- বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

ঊষার আলো-এসএ