UsharAlo logo
মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জ সীমান্তে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ , ১ নিহত

usharalodesk
মার্চ ৬, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সুনামগঞ্জের বনগাঁও সীমান্তে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন সীমান্তের ইসলামপুর উত্তরপাড়ার আব্দুল আওয়ালের ছেলে কামাল হোসেন (৪০)। শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে। পরে বনগাঁও সীমান্তে অতিরিক্ত বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম বলেন, শনিবার (৬ মার্চ) বেলা ১২ টা ১০ মিনিটে বনগাঁও সীমান্তের ১২১৫/১০নম্বর পিলারের বিশ গজ অভ্যন্তরে ২৫ থেকে ৩০টি গরু চোরাচালানকালে বিজিবির সুবেদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে টহল দলটি গরু আটক করতে যায়।
চোরাকারবারিদের ৩০ থেকে ৩৫ জনের দল বিজিবির উপর আক্রমণ করে। ওই সময় চোরাকারবারি কামাল হোসেন টহল দলের সদস্য থুই হলা মং মারমাকে লাটি ও দা দিয়ে আঘাত করে। ওই সময় পরিস্তিতি নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষার্থে তিনি গুলি চালান। ১টি গুলি কামাল হোসেনের পায়ে লাগে। এরপর গুলির শব্দে চোরাকারবারিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি গরু আটক করা হয়েছে। এখন পরিস্তিতি শান্ত রয়েছে।