UsharAlo logo
বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুপার লিগ দিয়ে মাঠে ফিরছেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরু থেকে মাঠে দেখা যায়নি মোস্তাফিজুর রহমান। শোনা গিয়েছিল, পারিশ্রমিক নিয়ে কোনো ক্লাবের সঙ্গে বনিবনা না হওয়াতেই এবার খেলা হচ্ছে না। পরে অবশ্য জানা যায়, কাঁধের চোটের কারণে মাঠের বাইরে তিনি।

তবে মোস্তাফিজ-ভক্তদের জন্য সুখবর, ডিপিএলের সুপার লিগ পর্ব থেকে দেখা যাবে তাকে। খেলবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ক্লাবটির নির্ভরযোগ্য সূত্র।

ডিপিএল মাঠে গড়ানোর একেবারে আগমুহূর্তেও জাতীয় দলের দুই ক্রিকেটার দল নিশ্চিত হয়নি। লিটন দাস এবং মোস্তাফিজুর রহমান সন্তোষজনক পারিশ্রমিকের প্রস্তাব না পাওয়াতেই দল নিশ্চিত হয়নি বলে শোনা গিয়েছিল। পরে অবশ্য টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে গুলশান ক্রিকেট ক্লাব লিটনকে দলে টানে। তবে মোস্তাফিজের ব্যাপারে তখনও কিছু জানা যায়নি।

পরে শোনা যায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন এই বাঁহাতি পেসার। সে হিসেবে টুর্নামেন্ট শেষে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন মোস্তাফিজ। পাশাপাশি চোট পুনর্বাসন প্রক্রিয়াও চালিয়ে হয়েছেন ফিটও।

গত রোববার (১৩ এপ্রিল) শেষ হয়েছে ডিপিএলের গ্রুপ পর্বের খেলা। আগামীকাল (বুধবার) থেকে শুরু হবে সুপার লিগ পর্ব। জিম্বাবুয়ে সিরিজের দলে সুযোগ পাওয়া জাতীয় দলের ক্রিকেটারদের এই পর্বে দেখা যাবে না। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকায় মোস্তাফিজ এই পর্বেই মোহামেডানে যোগ দেবেন।

ঊষার আলো-এসএ