UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সুস্থ হয়েছেন সেব্রিনা ফ্লোরা, দেশে ফিরছেন আজ

usharalodesk
ডিসেম্বর ২৯, ২০২২ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :প্রায় চার মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় তিনি দেশে ফিরবেন।

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, মীরজাদী সেব্রিনা সুস্থ হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দেশে আসবেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।গত জুলাইয়ের শেষের দিকে কক্সবাজারে গেলে সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সেব্রিনা ফ্লোরা। পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় গত ৭ আগস্ট সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে।

ঊষার আলো-এসএ