UsharAlo logo
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁ খংসারদী ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঊষার আলো
মার্চ ২৫, ২০২১ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজর ইউনিয়নে খংসারদী ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৫ মার্চ সকালে খসারদী ব্রিজের নিচে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জজেলা মর্গে পাঠিয়েছে। এ সময়ে ব্রিজের উপর থেকে পুলিশ একটা গামছা ও সামান্য রক্তের দাগ পেয়েছেন।
পুলিশ ধারণা করছে, গতকাল রাতে যুবকটিকে গাড়িতে করে এখানে আনা হয়েছে। পরে খুনিরা ব্রিজের ওপরে গামছা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশটি নিচে ফেলে পালিয়ে গিয়েছে।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩২ বছর। তার গায়ে টি-শার্ট, জিন্সপ্যান্ট ও পায়ে কেডস পরিহিত ছিল। মুখে কালো ছোট দাড়িও রয়েছে তার।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের জন্য বিশেষজ্ঞ টিমকে খবর দিয়ে লাশের সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)