UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘ সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

ঊষার আলো
অক্টোবর ৩, ২০২১ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদানের নানা অভিজ্ঞতা ও তথ্য তুলে ধরতে কাল (৪ অক্টোবর) সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বিকেল ৪টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে গণভবনের সাথে সংযুক্ত থাকবেন সাংবাদিকরা। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলায় ভাষণ প্রদান করেন। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের এবং রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন। বিভিন্ন সরকার, রাষ্ট্র এবং সংগঠনের প্রধানের সাথে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করেন।

(ঊষার আলো-আরএম)