ঊষার আলো রিপোর্ট : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। এদিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাত্বায় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে অস্ত্রসজ্জিত ড্রোনযোগে এ হামলা চালানো হয়।
সোমবার (১৫ মার্চ) কয়েকটি অস্ত্রসজ্জিত ড্রোনযোগে এ হামলার ঘটনা ঘটেছে।
হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ী এক টুইটার পোস্টে এই বিষয়টি নিশ্চিত করেন। তারা খামিস মুশাত্বার দিকে ধেয়ে আসা একটি ড্রোনের গতিরোধ করে সেটিকে ধ্বংস করেছে।
গত প্রায় এক বছর যাবৎ ইয়েমেনে হুতি যোদ্ধা ও তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনা থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিমানবন্দর এবং স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
(ঊষার আলো-আরএম)