UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি ও ইরানের চতুর্থ দফা আলোচনা হবে বাগদাদে

ঊষার আলো
আগস্ট ৩১, ২০২১ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইরান ও সৌদি আরবের মধ্যে এবার চতুর্থ দফা আলোচনা ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত হবে। ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি এ তথ্য জানান।

তিনি বলেছেন, সৌদি আরবের সাথে এ পর্যন্ত তিন দফা আলোচনা হয়েছে। এবার চতুর্থ দফা আলোচনাও অনুষ্ঠিত হবে। ইরান ও সৌদি আরবের মধ্যে বর্তমানে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

ইরাকের সাথে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে ইরানি রাষ্ট্রদূত বলেন, ইরাকি জনগণের সাথে ইরানের দৃঢ় সম্পর্ক আছে। তেহরান যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনেও ভূমিকা রাখবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ইরাকে এখন বিদ্যুৎ সংকট বিরাজ করছে। আর এ ক্ষেত্রে শুধু ইরানই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

রাষ্ট্রদূত বলেন, ইরাকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর জন্য ইরান বার্ষিক ৪ কোটি ৭০ লাখ ঘনমিটার গ্যাস রপ্তানি করে থাকে। ইরাক অনিয়মিতভাবে গ্যাসের মূল্য পরিশোধ করে।

ইরাজ মাসজেদি জানান, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের বিরুদ্ধে সংগ্রামে ইরান সব সময় ইরাকের পাশে ছিল ও এখনও আছে।

ইরাকের বিপুল সংখ্যক ছাত্র ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে বলেও জানান তিনি।

(ঊষার আলো-এফএসপি)