UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্কুলে ভর্তির লটারি ১৭ ডিসেম্বর

ঊষার আলো
ডিসেম্বর ১১, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ২০২৫ শিক্ষাবর্ষে সারা দেশে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির জন্য আবেদনকারীদের মধ্যে লটারি আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায় পর্যন্ত) মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে আরও বলা হয়, ওই সিদ্ধান্তের আলোকে কেন্দ্রীয় ডিজিটাল লটারি প্রক্রিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানসমূহের ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে সরকারি ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায় পর্যন্ত) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠান আগামী ১৮ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ১/ক সেগুনবাগিচা, ঢাকা-১০০০ এ অনুষ্ঠিত হবে। ওই ডিজিটাল লটারি অনুষ্ঠানের সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অবহিত করা হলো।

ঊষার আলো-এসএ