UsharAlo logo
রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’তে টরন্টো ফিল্ম ফোরামের দুটি প্রামাণ্যচিত্র

usharalodesk
মার্চ ১৭, ২০২১ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে টরন্টো ফিল্ম ফোরাম এর উদ্যোগে “আমার ৫০” ও “আমাদের ৫০” নামে দুইটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হচ্ছে।

চলচ্চিত্র দুইটির নির্মাণ কাজ আগামী ২৬ মার্চের মধ্যে শেষ হবে। টরন্টো ফিল্ম ফোরামের সদস্যদের সম্মিলিত অংশগ্রহণে চলচ্চিত্র দু’টি নির্মিত হচ্ছে। “আমার ৫০” প্রামাণ্যচিত্রটি টরন্টো এবং তার আশেপাশের শহরে বসবাসরত ৫ জন মুক্তিযোদ্ধা নিয়ে, যাদের কথায় উঠে আসবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একেবারে শুরু হতে শেষ পর্যন্ত একটি ইতিহাসের ধারা।

আর “আমাদের ৫০” প্রামাণ্যচিত্রে উঠে আসবে টরন্টো ফিল্ম ফোরামের সদস্যদের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ নিয়ে নিজেদের অনুভূতির কথা। প্রামাণ্যচিত্র দু’টির শ্যুটিং ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

টরন্টো ফিল্ম ফোরামের সদস্যরা মনে করেন, প্রামাণ্যচিত্র দু’টিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নানা দিক উঠে আসবে। এ দু’টি প্রামাণ্যচিত্রের মাধ্যমে টরন্টো ফিল্ম ফোরামের সদস্যরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সকল দেশপ্রেমিক এবং ত্যাগী মানুষদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবে।

(ঊষার আলো-এফএসপি)