UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে নোয়াপাড়া কিন্ডার গার্টেন স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

usharalodesk
মার্চ ২৭, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রাউজান প্রতিনিধি : নোয়াপাড়া সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও নোয়াপাড়া কিন্ডার গার্টেন স্কুলে গত রোববার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষিকা শিখা চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তৃতা রাখেন সাবিতা বৈদ্য, জেসমিন আরা বেগম, রারেয়া বেগম, বিলকিছ বেগম, শিপ্তী দাশ, ক্ষমা মল্লিক, শাকি রাণী দাশ, প্রমিলা বড়ুয়া, ঝিনুক বড়ুয়া, রাজীব দত্ত, তাসরিফা আহমেদ, এ্যানি শীল, মারিয়া আকতার, প্রিয়া সেন, রাহুল দে, অরুণা ঘোষ প্রমুখ।

নোয়াপাড়া সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও নোয়াপাড়া কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা শিখা চৌধুরী তার বক্তৃতায়, ছাত্র-ছাত্রীদেরকে বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনী ও ২৬ মার্চ সর্ম্পকে বলেন। উক্ত সভায় কয়েক জন ছাত্র-ছাত্রী ও উপস্থিত বক্তৃতা প্রদান করেন।

অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।