UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন স্ত্রী

ঊষার আলো রিপোর্ট
জুলাই ২, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।গুরুতর আহত অবস্থায় ওই স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যুবকের নাম সোহেল মিয়া (২২)। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া গ্রামের খালেক মিয়ার ছেলে।পেশায় রাজমিস্ত্রি সোহেল কাজের জন্য ভবানীপুর এলাকার বাসা ভাড়ায় থাকতেন।

জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে সোহেলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।পরে সেখান থেকে বিকাল সাড়ে ৩টার দিকে তাকে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়।

আহতের বড় ভাই ফারুক আহমেদ বলেন, ‘আমার ছোট ভাই পেশায় রাজমিস্ত্রি।কুরবানির ঈদের সপ্তাহখানেক আগে ময়মনসিংহ এলাকার একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করে। বিয়ের পর থেকে তারা ভবানীপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিল। আজ সকালে জানতে পারি, স্ত্রী তার গোপনাঙ্গ কেটে পালিয়ে গেছে। চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি জয়দেবপুর থানাকে জানিয়েছি। কি কারণে আমার ভাইয়ের স্ত্রী এমন জঘন কাজ করলো তা জানতে পারিনি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘গাজীপুর থেকে গোপনাঙ্গ কর্তন অবস্থায় এক যুবককে জরুরি বিভাগে আনা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।’

ঊষার আলো-এসএ