UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রীর

ঊষার আলো
মার্চ ১৮, ২০২১ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দেশে আবারও করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের হার বেড়ে চেলেছে। তাই করোনা থেকে রক্ষা পেতে দেশবাসীকে সভা-সমাবেশ, বাইরে চলাফেরা ও বেড়ানো সীমিত করার জন্য আহ্বান জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ ১৮ মার্চ বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি।
মন্ত্রী বলেছেন, বিশ্বব্যাপী করোনায় এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছে কয়েক কোটি মানুষ। বাংলাদেশে আবারও করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়ে গেছে। সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা। স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানলে করোনা কমে আসবে।
লকডাউন প্রশ্নে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, স্বাস্থ্যবিধি মেলে চললে লকডাউন প্রয়োজন হবে না। তবে কিছু পরামর্শ সরকারকে আমরা দিয়েছি। আমরা নয়, লকডাউন দেওয়ার সিদ্ধান্ত সরকারের।

(ঊষার আলো- এম.এইচ)