UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি মেনে সভা সেমিনার করার নির্দেশ প্রধানমন্ত্রীর

usharalodesk
মার্চ ২৮, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার দরুণ সভা, সেমিনার এবং কর্মশালা স্বাস্থ্যসুরক্ষা মেনে করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ রবিবার (২৮ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। গণভবন হতে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে। কিন্তু কেউ যেন মাস্ক ছাড়া বাইরে না বের হয়। নিরাপদ দূরত্ব রেখে বসতে হবে। সেমিনার, সভা ও কর্মশালা স্বাস্থ্যসুরক্ষা মেনে করতে হবে। যতদূর সম্ভব খোলা স্থানে কর্মসূচি করতে হবে। ঘরের মধ্যে তা করলে করোনার প্রাদুর্ভাব আরো বেশি দেখা দেয়।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। সকল অনুষ্ঠান সতর্কতার সাথে করতে হবে। সাথে গেল বছর মানুষের পাশে যে ভাবে দাঁড়িয়েছেন, ঠিক তেমনি সামনেও মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষ যাতে কষ্টে না থাকে। সরকারের পক্ষ হতে আমরা যা যা করার তা করব। তবে দল হিসেবে আওয়ামী লীগকেও মানুষের পাশে থাকতে হবে। যে দল বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন করেছে, তাদের ওপর রয়েছে অনেক দায়িত্ব। মানুষের জন্য খাদ্য বিতরণ, মাস্কসহ স্বাস্থ্যসুরক্ষার সামগ্রী বিতরণ এবং নানান সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’

(ঊষার আলো-এফএসপি)