UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্য বিধি ও নিষেধাজ্ঞা অমান্য করায় ১২০ জনকে জরিমানা

usharalodesk
জুলাই ৩, ২০২১ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : করোনা সংক্রমন প্রতিরোধে সরকারের দেয়অ সপ্তাহব্যাপী কঠোর বিধি-নিষেধের মধ্যে বাগেরহাটে স্বাস্থ্য বিধি ও নিষেধাজ্ঞা না মানায় ১২০ জনকে ৫০ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (০২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোজাহারুল ইসলাম ও রোহানা সরকারসহ একাধিক ভ্রাম্যমান আদালত শুক্রবার দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা করেন। বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোজাহারুল ইসলাম বলেন, বিশ^মহামারি করোনা প্রতিরোধে সরকার সারা দেশ ব্যাপি যে বিধি-নিষেধ দিয়েছে তা বাগেরহাটের প্রেক্ষাপটে বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করছে। বিধি-নিষেধের ২য় দিনে বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছি। যারা বিনাকারণে বাইরে এসেছে এবং নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রেখেছে। তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি। হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্য সচেতনতায়ও কাজ করছে জেলা প্রশাসন।

(ঊষার আলো-আরএম)