UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হজ পালনে করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক

usharalodesk
মার্চ ৩, ২০২১ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সৌদি আরব হজ পালন করতে করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আন্তার্জাতিক গণমাধ্যম।
২ মার্চ মঙ্গলবার সৌদি স্বাস্থ্যমন্ত্রী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, এ বছর যারা হজ করতে আগ্রহী তাদের অবশ্যই আগে থেকে করোনার টিকা নিয়ে রাখতে হবে।
এটি হজে যাওয়ার অনুমতির অন্যতম প্রধান শর্ত হিসেবেও গণ্য হবে।
এর আগে প্রায় ৮ মাস বন্ধ থাকার পর গতবছর ৪ অক্টোবর কঠোর নজরদারি ও স্বাস্থ্যবিধির কড়াকড়ির মধ্যে পুনরায় শুরু করা হয় ওমরাহ হজের কার্যক্রম। শুধু এটাই নয়, মহামারির কারণে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ পবিত্র হজও গতবছর সীমিত আকারে পালন হয়েছে।

 

(ঊষার আলো-এম এইচ)