ঊষার আলো ডেস্ক : ফরিদপুরের বিভিন্ন উপজেলায় রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় হঠাৎ শুরু হয় ধুলিঝড়। সন্ধ্যায় প্রথমে কালোমেঘে আকাশ ছেয়ে যায়। প্রচণ্ড বাতাসে এই ধুলিঝড় শুরু হয়। এরপর শুরু হয় তুমুল বৃষ্টি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফরিদপুরের বিভিন্ন এলাকায় গত বছর ফাল্গুন মাস থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। কিন্তু এ বছর চৈত্রের শেষে দিকে হঠাৎ ধুলিঝড় ও বৃষ্টি হলো এই প্রথম।
এই ধুলিঝড়ে অনেকটা বেকায়দায় পড়েন বাইরে থাকা লোকজন। পরে ধুলিঝড় নিয়ে অনেকে ফেসবুকে স্ট্যাটাসও দেন। দীর্ঘ দিন পর বৃষ্টি হওয়ায় এলাকার মানুষ কিছুটা খুশি। মাওলানা নিছারুদ্দিন বলেন, অনেক দিন পর বৃষ্টি হলো। হয়তো রোগ-বালাই কিছুটা কমতে পারে।
ধুলিঝড় ও বৃষ্টিতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার বলেন, কালবৈশাখী ঝড়ে সালথার কোথাও কোনো ক্ষয়ক্ষতির খোঁজ পেলে জানাবেন।
(ঊষার আলো-এমএনএস)