২৫ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে গিলবাট সরদার (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করেছেন। সে বাগেরহাট জেলা মোংলা থানাধীন কানাইনগর এলাকাবাসিন্দা -বিপুল সরদার এর পুত্র। এ সয়ম তার কাছ থেকে ৮ কেজি হরিণের কাঁচা মাংসসহ আটক করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় বন্যপ্রাণী ধারায় মামলা করা হয়েছে।
ঊআ-বিএস