UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হাঁটুর চোটে আজকের ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি

ঊষার আলো
সেপ্টেম্বর ২২, ২০২১ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পিএসজির শেষ ম্যাচে লিওনেল মেসিকে বদলি করার জন্য কোচ মাউরিসিও পচেত্তিনোর প্রতি অসন্তুষ্ট হতে দেখা গিয়েছিল আর্জেন্টাইন স্ট্রাইকারকে। কিন্তু ম্যাচ শেষে কোচ জানিয়েছিলেন, মেসি মাঠে অস্বস্তিতে থাকতে দেখেই তিনি তাকে তুলে নিয়েছেন।

আর এবার এই ব্যাপারটিই সত্যি হলো, গতকাল মঙ্গলবার মেডিক্যাল রিপোর্ট শেষে পিএসজি এক বিবৃতিতে জানায়, মেসি হাঁটুর চোটে ভুগছেন, আর এই চোটের কারণে লিগ ওয়ানে আজ বুধবার মেসের বিপক্ষে পিএসজির হয়ে মাঠে নামতে পারছেন না বার্সেলোনার এই সাবেক তারকা।

পিএসজির বিবৃতিতে আরও বলা হয়, লিওনেল মেসি তার বাঁ হাঁটুতে চোট পেয়েছেন। আজ সকালে এমআরআই শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

তবে মেসি ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন তা এখনও জানা যায়নি। কিন্তু তার এই ইনজুরি দলের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়ে। কেননা সাম্প্রতিক সময়ে ব্যস্ত এক সূচি রয়েছে পিএসজির। মেসের বিপক্ষে খেলার পর ২৫ সেপ্টেম্বর দলটি খেলবে মোঁপেলিয়ের বিপক্ষে। এরপর চ্যাম্পিয়নস লিগে ২৮ সেপ্টেম্বর ম্যানচেস্টার সিটি এবং ৩ অক্টোবর লিগের ম্যাচে প্রতিপক্ষ রেনে।

(ঊষার আলো-এফএসপি)