UsharAlo logo
বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হাতিরঝিলের লেকে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

ঊষার আলো
জানুয়ারি ২৪, ২০২৩ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :রাজধানীর হাতিরঝিলের লেক থেকে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠায় পুলিশ।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, খবর পেয়ে সকালে মগবাজার পাগলা মাজারের বিপরীত পাশে হাতিরঝিলের লেক থেকে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরনে ছিল শুধু ট্রাউজার। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি একজন ভবঘুরে প্রকৃতির। তার মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঊষার আলো-এসএ