ঊষার আলো রিপোর্ট :হালদা নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার চর ঘেরা জাল জব্দ করেছে নৌ পুলিশ সদস্যরা। এ ছাড়াও দুটি ঠেলা জাল জব্দ করা হয়।মঙ্গলবার (১৪ জুন) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত হালদা নদীর উরকিরচর, ছায়ারচর, কচুখাইন ও হালদা নদীর মোহনার আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মিজানুর রহমান বলেন, ভোর থেকে সকাল পর্যন্ত হালদা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চর ঘেরা জাল জব্দ করা হয়েছে। এছাড়াও ২ হাজার চিংড়ি মাছের রেণু পোনা উদ্ধার করা হয়। পরে পোনাগুলো তৎক্ষণিক নদীতে অবমুক্ত করা হয়। হালদা নদীতে অভিযান ও টহল অব্যহত রয়েছে।
ঊষার আলো-এসএ