দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। প্রাকৃতিক এই হালদা নদীকে দেশের মৎস্য খনি হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। বৈশাখ মাসের দিকে ঝড়ো হাওয়া,বজ্রসহ ভারী বৃষ্টিপাত হলে মা মাছগুলো হালদা নদীতে জড়ো হয়ে ডিম ছাড়ে ।
গত সোমবার টানা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হলে হালদা নদীতে মা মাছগুলো জড়ো হতে থাকে এবং মঙ্গলবার ভোর সকালে ডিম ছাড়তে থাকে। মঙ্গলবার ভোর সকালের দিকে হালদা নদীর মদুনাঘাট, চইল্যখালী, কাগতিয়ার আজিমের ঘাট, সিপাহির ঘাট, খলিফার ঘোনা, পশ্চিম গহিরা অংকুরী ঘোনা, বিনাজুরী, সোনাইর মুখ, আবুরখীল, সত্তারঘাট, দক্ষিণ গহিরা, মোবারকখীল, গড়দুয়ারা, নাপিতের ঘাট, আমতুয়াসহ নদীর বিভিন্ন পয়েন্টে ডিম পাওয়া যায়।
ঐ সময়ে ডিম সংগ্রহকারীরা নদীতে নৌকা ও জাল দিয়ে ডিম সংগ্রহ করেন। মা মাছ ডিম ছাড়ার সংবাদ পেয়ে সকাল থেকেই হালদা নদীতে জেলেদের ডিম সংগ্রহ করতে দেখা যায়। কয়েকজন ডিম সংগ্রহকারীদের সাথে কথা হলে তারা প্রতিনিধি রয়েল দত্তকে জানান, আমরা এই ডিম বিশেষ পদ্ধতিতে ফোটায় এবং এই ডিম থেকে উৎপাদিত মাছের রেণুগুলোকে অতি যত্নের সঙ্গে লালন করে দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করি।