UsharAlo logo
শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

হেফাজতের যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ পাঁচ দিনের রিমান্ডে

ঊষার আলো
এপ্রিল ২৩, ২০২১ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী এ আদেধ দিয়েছেন। পল্টন থানায় দায়ের হওয়া মামলায় খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে আজ (শুক্রবার) আদলতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন । এর আগে মানিকগঞ্জের সিংগাইরের গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করে র‌্যাব-১।

(ঊষার আলো-আরএম)