UsharAlo logo
রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হেফাজতে ইসলামের হরতালে নাশকতায় বিএনপি নেতা ইকবাল আটক

usharalodesk
এপ্রিল ৭, ২০২১ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : হেফাজতে ইসলামের ডাকা হরতালে সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা মো. ইকবাল হোসেনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
৬ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ১টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজির নিজ বাড়ি থেকে র‌্যাব-১১ এর সদস্যরা তাকে আটক করেছে।
র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী ইকবাল হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, বিএনপি নেতা কাউন্সিলর ইকবাল হোসেন নাশকতা, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি।
উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩ হাজার ৫৩৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)