UsharAlo logo
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হ্যাটট্রিক ও দুই অ্যাসিস্টে ‍‘বুড়ো’ হাড়ের ভেলকি দেখালেন মেসি

usharalodesk
অক্টোবর ১৬, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচের ব্যর্থতার পর বলিভিয়ার বিপক্ষে বড়সড় চমক দেখালো মেসির আর্জেন্টিনা। বুধবার ভোরে ঘরের মাঠে বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। একইসঙ্গে আগের ম্যাচে চোট কাটিয়ে দলে ফেরা লিওনেল মেসিও দেখালেন তার পায়ের জাদু। তার দাপুটে হ্যাটট্রিকে বলিভিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। এছাড়া একটি করে গোল পেয়েছেন জুলিয়ান আলভারেজ, আলমাদা এবং লাউতারো মার্টিনেজ।

ম্যাচের শুরু থেকেই বলিভিয়াকে দিশেহারা করে ফেলে আর্জেন্টিনা। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে ১৯ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজের সহায়তায় দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন মেসি।

৪৩ মিনিটে এই জুটি আবারও গোলের স্বাদ পাইয়ে দেন আর্জেন্টিনাকে। তবে এবার অ্যাসিস্ট মেসি আর গোলদাতা ছিলেন মার্তিনেজ। মাঝমাঠ থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে মার্তিনেজকে পাস দেন মেসি। বল পেয়ে জালের ঠিকানা খুঁজে পেতে বেগ পেতে হয়নি মার্তিনেজকে।

বিরতির ঠিক আগ মুহূর্তে আরও একবার অ্যাসিস্ট করেন মেসি। এবার তার কাছ থেকে বল পেয়ে গোল করেন হুলিয়ান আলভারেজ। ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের পারফরম্যান্সে দ্বিতীয়ার্ধে আরোবেশি উজ্জীবিত হয়ে ওঠে আর্জেন্টিনা। দলের চতুর্থ গোলটি ৬৯ মিনিটে করেন থিয়াগো আলমাদা। এবার অ্যাসিস্ট করেন মলিনা। এরপর আবারও শুরু জাদুকর মেসির ঝলক। দুই মিনিটে দুই গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক।

৮৪ মিনিটে মাঝমাঠে প্যালাসিওর কাছ থেকে পাওয়া বল প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। ঠিক দুই মিনিট পর ডি-বক্সের ঠিক বাইরে থেকে নিকো পাজের ব্যাক পাস থেকে দারুণ এক গোল করেন নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে এটি মেসির দশম হ্যাটট্রিক। ১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া।

ঊষার আলো-এসএ