UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে মেডিক্যাল শিক্ষার্থীদের ক্লাস শুরু

ঊষার আলো
সেপ্টেম্বর ২, ২০২১ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সকল মেডিক্যাল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।।

তিনি জানান, সকল ধরনের সুরক্ষা নিয়ে ১৩ সেপ্টেম্বর থেকে দেশের কয়েকশ মেডিক্যাল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস খোলা হবে। সকলকে মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পরিস্থিতি দেখে পর্যায়ক্রমে সকল কিছু খোলা হবে।

মেডিক্যাল ১ম, ২য় এবং ৫ম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, মেডিক্যালে ১ম, ২য়  এবং ৫ম বর্ষের সশরীরে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১৩ সেপ্টেম্বর।

(ঊষার আলো-আরএম)