UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংশোধন হচ্ছে

ঊষার আলো
মার্চ ২, ২০২১ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চলতি ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংশোধন করা হচ্ছে। ২ মার্চ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশোধিত এডিপির প্রস্তাব করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার কোটি টাকা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গত জুন মাসে ঘোষিত অর্থবছরের বাজেটে এডিপিতে বরাদ্দ রাখায় হয় ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা। মূল এডিপিতে বৈদেশিক ঋণ ও সহায়তা ধরা হয় ৭০ হাজার কোটি টাকা। সেখান থেকেই সংশোধিত এডিপিতে ৭ হাজার কোটি টাকা কমানো হচ্ছে বলে জানা যায়।
এতে পদ্মাসেতু, রূপপুরসহ কয়েকটি বড় প্রকল্পে চলতি অর্থবছরের বরাদ্দ কিছুটা কমে যেতে পারে। সভার প্রস্তাবনা চূড়ান্ত অনুমোদন দেবেন প্রধানমন্ত্রী।
এরপর সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রীর বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে।

 

(ঊষার আলো-এম.এইচ)