UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২০২১ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

ঊষার আলো
মার্চ ২৩, ২০২১ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ২০২১ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং ঢাকা মাধ্যমিক।

সোমবার (২২ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার ওয়েবসাইটে কেন্দ্রর তালিকা প্রকাশ করা হয়েছে। কেন্দ্র সংক্রান্ত কোনও আবেদন থাকলে আগামীকালের (বুধবার) মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে জমা দিতে বলা হলো।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার আগে নির্বাচনী কোনও পরীক্ষা হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। আর ফরম পূরণ শুরু করা হবে আগামী ১ এপ্রিল হতে। ঢাকা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

(ঊষার আলো-এফএসপি)