UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২০ বছর ধরে নকআউটে ইউরোপিয়ানদের হারাতে পারেনি ব্রাজিল

pial
ডিসেম্বর ৮, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এবারের বিশ্বকাপে শিরোপা জয়ের অন্যতম ফেভারিট মানা হচ্ছে ব্রাজিলকে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এ ম্যাচের আগে ব্রাজিলকে চোখ রাঙ্গাচ্ছে অতীত পরিসংখ্যান। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এ ম্যাচটি।

গত ২০ বছর ধরে বিশ্বকাপের নকআউটে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি ব্রাজিল। এ ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে নতুন ভাবে নিজেদের জাগরনের জানান দিতে চায় তিতের শিষ্যরা।

২০০২ সালে শেষ বারের মত বিশ্বকাপের নক আউটে কোনো ইউরোপিয়ান দলকে হারিয়েছিল ব্রাজিল। ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে তারা। এরপর আর নকআউটে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি ব্রাজিল।

২০০৬ সাল থেকে নকআউটে ইউরোপিয়ান দলগুলোর কাছে ব্রাজিলের পরাজয়-

২০০৬- ব্রাজিল ০-১ ফ্রান্স (কোয়ার্টার ফাইনাল)

২০১০- ব্রাজিল ১-২ নেদারল্যান্ডস (কোয়ার্টার ফাইনাল)

২০১৪- ব্রাজিল ১-৭ জার্মানি (সেমি ফাইনাল)

২০১৪- ব্রাজিল ০-৩ নেদারল্যান্ডস (তৃতীয় স্থান নির্ধারনী)

২০১৮- ব্রাজিল ১-২ বেলজিয়াম (কোয়ার্টার ফাইনাল)

(ঊষার আলো-এফএসপি)