UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় খুলনার দুই হাসপাতালে ৯ জনের মৃত্যু

usharalodesk
জুলাই ২, ২০২১ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় খুলনার ২ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছে। এদের মধ্যে ডেডিকেটেড করোনা হাসপাতালে ৮ জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন।
আজ ২ জুলাই শুক্রবার সকালে পৃথকভাবে ২ হাসপাতালের ফোকালপারসন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেছেন, খুলনার ১৩০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ২০৪ জন, এর মধ্যে রেড জোনে ১১০ জন, ইয়োলো জোনে ৪১ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ জন।
অন্যদিকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেছে, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ১ জনের মৃত্যু হয়েছে। এখন চিকিৎসাধীন রয়েছে ১০৯ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছে ৯ জন আর এইচডিইউতে আছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৩৫ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬ জন।

(ঊষার আলো- এম.এইচ)