UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু, শনাক্ত ১,৩০৪

ঊষার আলো
জুলাই ৪, ২০২১ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পেছনের সব রেকর্ড ভেঙে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে।
এর আগে ১ জুলাই বৃহস্পতিবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছিল। আজ ৪ জুলাই রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় ১৫ জন, কুষ্টিয়ায় ১৫ জন, যশোরে ৭ জন, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় ২ জন করে এবং বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেরপুরে ১ জন করে মারা গেছে।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬০ হাজার ৫৬৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ২১৪ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪০ হাজার ২১৮ জন।

(ঊষার আলো- এম.এইচ)