UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ১২ জনের মৃত্যু

usharalodesk
জুন ১৮, ২০২১ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১২ জন মারা গেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ সময়ের মধ্যে তাঁদের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মৃত ১২ জনের মধ্যে ৬ জন করোনা পজিটিভ ছিল। আর ৫ জন ভর্তি ছিল করোনার উপসর্গ নিয়ে। অন্য ১ জনের নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ হলেও করোনা ইউনিটে তিনিও শ্বাসকষ্টে মারা গেছে।
করোনা পজিটিভ ৬ জনের মধ্যে রাজশাহীর ৩ জন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর ১ জন করে রোগী ছিল। উপসর্গে মারা যাওয়া ৫ জনের মধ্যে নাটোরের ১ জন এবং রাজশাহী ও নওগাঁর ২ জন করে রোগী ছিল। করোনা নেগেটিভ অবস্থায় মারা যাওয়া অন্য ১ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।
শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৪৯ জন রোগী ভর্তি ছিল। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪১ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ৩০৯টি।

(ঊষার আলো- এম.এইচ)