UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘন্টায় আরও ১৯০ জন ডেঙ্গু হাসপাতালে ভর্তি

usharalodesk
সেপ্টেম্বর ৩০, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ডেঙ্গু রোগী জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন। এর মধ্যে শুধু ঢাকায় ভর্তি হয়েছেন ১৪৯ জন ও ঢাকার বাইরে বাকি ৪১ জন।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ১৯৭ জনে। তাদের মধ্যে চলতি মাসেই ৭ হাজার ৮৪১ জন ভর্তি হন। বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৬০ জন ও অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ২০৮ জন।

এ পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ৬৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, আগস্টে দেশে ৭ হাজার ৯৬৮ জন, জুলাই মাসে ২ হাজার ২৮৬, জুনে ২৭২ এবং মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

(ঊষার আলো-এফএসপি)