UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৬ বছর পর মুখোমুখি ফ্রান্স-পোল্যান্ড!

pial
ডিসেম্বর ৩, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কাতারে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করা দল হল ফ্রান্স। আর এবার তাদের প্রতিপক্ষ ১৯৮৬ সালের পর প্রথমবার নকআউট পর্বের টিকেট পাওয়া পোল্যান্ড।

দোহার আল থুমামা স্টেডিয়ামে আগামী রবিবার (৪ ডিসেম্বর) মাঠে নামবে ফ্রান্স ও পোল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এ ম্যাচটি।

আর এবারের ম্যাচটির আগে দেখে নেওয়া যাক আরও কিছু পরিসংখ্যান।
* পোল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে সবশেষ সাত ম্যাচে অপরাজিত রয়েছে ফ্রান্স (জয় ৩, ড্র ৪)। দলটির বিপক্ষে ফরাসিরা সবশেষ হারে ১৯৮২ সালে প্রীতি ম্যাচে (৪-০ গোলে)।

* ৩৬ বছর পর বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা করে নিল পোল্যান্ড। ১৯৮৬ আসরে শেষ ষোলোয় তাদের ৪-০ গোলে হারায় ব্রাজিল।

* এ পর্যন্ত বিশ্বকাপে একবারই সাক্ষাৎ হয়েছে ফ্রান্স ও পোল্যান্ডের। ১৯৮২ আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ এ গোলে জিতেছিল পোলিশরা। দু’দলের সবশেষ দুটি ম্যাচ ছিল ১৯৯৬ ইউরো বাছাইয়ে, উভয় ম্যাচই ড্র হয়েছিল।

(ঊষার আলো-এফএসপি)