UsharAlo logo
শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণার তথ্য সঠিক নয়: স্বাস্থ্য মন্ত্রণালয়

usharalodesk
মার্চ ২১, ২০২১ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের বরাতে আগামী ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে বলে যে তথ্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়েছে সেটি সঠিক নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজ রবিবারের (২১ মার্চ) স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান এর ৭ দিন ছুটি সংক্রান্ত এক ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এ বক্তব্যটি সর্বাংশে মিথ্যা এবং দুঃখজনক বলে সচিব জানান। নিউজ স্ক্রলটি অনতিবিলম্বে সরিয়ে নেবার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

(ঊষার আলো-এফএসপি)