UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

২ দিনের সফরে ঢাকা আসছেন আইসিসি প্রধান

pial
মে ২১, ২০২২ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান গ্রেগ বার্কলে ২ দিনের সফরে রবিবার (২২ মে) ঢাকা আসছেন। সফরকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে বৈঠক করা ছাড়াও বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা দেখবেন।

শুক্রবার (২০ মে) রাতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ডিপিএল শিরোপা উদযাপন অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানান। তিনি বলেন, আইসিসি প্রধান বাংলাদেশে আসছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি। দ্বিতীয় টেস্টের প্রথম দিন মাঠে বসেই খেলা দেখতে চান তিনি। একেবারে ফরম্যাল সফর তার যার নির্দিষ্ট কোনো কারণ নেই।

ঢাকায় দুই দিনের সফর শেষে তিনি আইপিএলের প্লে-অফ ও ফাইনাল দেখতে ভারতে যাবেন বার্কলে। আইসিসি প্রধানের সাথে আইপিএলের ফাইনাল খেলা দেখতে যাওয়ার কথা রয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসানেরও।

(ঊষার আলো-এসএইস)