UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৩০ মে মোংলা বন্দরের ১৫৫টি গাড়ির নিলাম

ঊষার আলো
মে ২০, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মোংলা বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ১৫৫টি রিকন্ডিশন্ড গাড়ি নিলামে উঠছে। বৃহস্পতিবার (২০ মে) মোংলা কাস্টমস হাউসের কমিশনার হোসেন আহম্মেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ১৫৫টি গাড়ি নিলামে বিক্রির প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। আগামী ৩০ মে নিলামে তুলতে সব কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে।
বন্দরে পড়ে থাকা গাড়ির নিলাম কার্যক্রম আগামী সাত মাস বন্ধ রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও মোংলা কাস্টমস কমিশনারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)।
বারভিডার সভাপতি আবদুল হক বলেন, করোনা দুর্যোগের আর্থিক ক্ষতি ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে গাড়ির নিলাম আগামী ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার দাবি জানানো হয়েছে। নিলাম কার্যক্রমের কারণে মোটরযান খাতের প্রকৃত বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে সরকারের রাজস্ব আহরণ বিঘ্নিত ও বাজারের স্থিতিশীলতা বিনষ্ট হওয়ারও আশঙ্কা রয়েছে।

(ঊষার আলো-এমএনএস)