UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৪১তম বিসিএস পরীক্ষায় অনুপস্থিত প্রায় এক লাখ

usharalodesk
মার্চ ২১, ২০২১ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেননি প্রায় এক লাখ পরীক্ষার্থী।

আজ রোববার (২১ মার্চ) সরকারি কর্মকমিশন সূত্রে এ তথ্য জানা য্য়।

কমিশনের তথ্য মতে, পরীক্ষায় আবেদনকারী ছিলেন মোট ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন। কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ লাখ ৪ হাজার ৯০৭ জন এবং অনুপস্থিত ছিলেন ৯৯ হাজার ৬০৬ জন। অর্থাৎ ২৪.৬২ শতাংশ      পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।কমিশন জানিয়েছে, গত ১৯ মার্চ ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানান, ‘৪০তম বিসিএস হতে ৪১তম বিসিএসের মধ্যে ১ বছরের ব্যবধান। এই সময়ের মধ্যে অনেকেই অন্য পেশায় যুক্ত হয়েছেন। তারা পরীক্ষায় আর অংশগ্রহণ করেননি। এছাড়া করোনার একটা প্রভাব তো ছিলই।’

৪০তম বিসিএস পরীক্ষায় প্রায় ২১ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল জানিয়ে তিনি আরও বলেন, ‘৪১তম বিসিএস পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থীরা অংশ নিয়েছেন। উপস্থিতির হার খুবই সন্তোষজনক।’

(ঊষার আলো-এফএসপি)