UsharAlo logo
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

৪ হাজার কেজি জাটকা এতিমখানায় বিতরণ

ঊষার আলো
এপ্রিল ১০, ২০২১ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া থেকে ৪ হাজার কেজি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। আজ ১০ এপ্রিল শনিবার ভোরে জরুরি সংবাদপত্র লেখা পিকআপ থেকে এসব জাটকা জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির। তিনি বলেন, জাটকাগুলো স্থানীয় শামুর বাড়ি থেকে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পিকআপ লোড করা হয়েছে। পিকআপটি যখন লৌহজং উপজেলার হলদিয়া বাজারের কাছে পৌঁছায় তখন নৌপুলিশ তাদের ধাওয়া করেন। নৌপুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গাড়ি রেখে পালিয়ে যায়। বর্তমানে গাড়িটি নৌপুলিশের হেফাজতে রয়েছে।
জব্দ করা জাটকাগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা মাদ্রাসায় ও এলাকার গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

(ঊষার আলো- এম.এইচ)