UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫৩১ রানের জবাবে ১৭৮ অলআউট টাইগাররা

ঊষার আলো
এপ্রিল ১, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :শ্রীলংকার বিপক্ষে সিলেট টেস্টের মতো চট্টগ্রাম টেস্টেও চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। সিলেটে শ্রীলংকার করা ২৮০ ও ৪১৮ রানের জবাবে ১৮৮ ও ১৮২ রানে অলআউট হয়ে ৩২৮ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

সিলেট টেস্টের মতো চট্টগ্রামে সিরিজের শেষ টেস্টেও চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে প্রায় দুইদিন ব্যাটিং করে ৫৩১ রান করে শ্রীলংকা।

জবাবে রোববার দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৫৫ রান করে বাংলাদেশ।

আজ সোমবার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে সুবিধে করতে পারেনি টাইগাররা। দিনের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৭৮ রানেই অলআউট হয় বাংলাদেশ ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার জাকির হাসান। ৩৩ রান করেন মুমিনুল হক সৌরভ।

৩৫৩ রানে এগিয়ে থেকে বাংলাদেশ দলকে ফলোঅনের লজ্জা না দিয়ে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলংকা। দ্বিতীয় ইনিংসে ৭৮ রানে ৫ উইকেট হারিয়েছে শ্রীলংকা।

ঊষার আলো-এসএ