ঊষার আলো ডেস্ক : সংবিধান ইস্যুতে ভারতের রাজ্যসভায় রাহুল গান্ধীর বিরুদ্ধে আবারও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বক্তব্য রাখতে দেখা যায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহকে। ওই বক্ত্যবে রাহুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৫৪ বছরের নেতা নিজেকে যুবক বলেন আর দাবি করেন যে, সরকার সংবিধান বদলে দেবেন। উনি এটা বুঝছেন না এমন বিধান অন্তর্নিহিত আছে।
সংবিধানের ৭৫ বছরের পূর্তিতে সংসদে এক ডিবেটে অংশ নেন অমিত শাহ। রাজ্যসভায় মঙ্গলবার সেই ডিবেটে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধীর প্রতি আক্রমণ জোরালো করেন অমিত শাহ।
তিনি বলেন, কংগ্রেস দাবি করছে যে, বিজেপি সংবিধান পাল্টাতে চলেছে। এর ধরণ পাল্টে দেবে, এমন অভিযোগ কংগ্রেসের বলে বক্তব্য রাখেন শাহ।
রাজ্যসভায় অমিত শাহ বলেন, ‘আমাদের সংবিধান কখনই অপরিবর্তনীয় বলে বিবেচিত হয়নি। ৩৬৮ অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান রয়েছে। একজন ৫৪ বছর বয়সী নেতা, যিনি নিজেকে যুবক বলে থাকেন। তিনি সংবিধান নিয়ে ঘুরে বেড়ান, দাবি করেন যে আমরা এটি পরিবর্তন করব। আমি বলতে চাই, সংবিধান সংশোধনের বিধান অন্তর্নিহিত।’
তিনি উল্লেখ করেন, কংগ্রেস সংবিধানে বিজেপির চেয়ে অনেক বেশি পরিবর্তন করেছে। ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ তুলে অমিত শাহ প্রশ্ন তুলেন, কংগ্রেস ৫৫ বছর শাসন করেছে এবং সংবিধানে ৭৭টি পরিবর্তন করেছে। বিজেপি ১৬ বছর শাসন করেছে এবং ২২টি পরিবর্তন করেছে। কিন্তু ফলাফল কী হল? পরিবর্তন করার উদ্দেশ্য কী ছিল? এটা কি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য নাকি ক্ষমতায় থাকার জন্য ছিল?
ঊষার আলো-এসএ