UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ ফেলে পালাল

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ৬, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

টেকনাফের শাহপরীতে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড। আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, আজ বুধবার রাতে শাহপরীর দ্বীপের গোলারচর ও সেন্টমার্টিন দ্বীপের মধ্যবর্তী নাফ নদীর মোহনায় মায়ানমার জলসীমা থেকে সন্দেহজনক একটি কাঠের বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে।

কোস্টগার্ড টহল দল বোটটিকে থামার সংকেত দিলে অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গোলারচরে আটকে গেলে দুইজন ব্যক্তি সাঁতরিয়ে তীরে ওঠে।

পরে কোস্টগার্ড টহল দল বোটটিতে তল্লাশি চালিয়ে একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে।

তিনি আরও বলেন, জব্দ ক্রিস্টাল মেথ (আইস) এবং বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।