ঊষার আলো রিপোর্ট : টাঙ্গাইলে পাঁচ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে ঘন কুয়াশার কারণে মহাসড়কের বিভিন্নস্থানে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২৮ ডিসেম্বর) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘন কুয়াশায় পরিবহন চলাচলে ধীরগতির কারণে যানজটের সৃষ্টি হয়। পরে কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টার পর থেকে মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হয়।
এর মঙ্গলবার রাতে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে অধিকাংশ টোল বুথ বন্ধ থাকায় সেতুতে পরিবহন চলাচলে বিঘ্ন ঘটে। এতে গাড়ির চাপ বেড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে টোলপ্লাজার সবগুলো টোলবুথ খুলে দেওয়ার পর মহাসড়কে পরিবহনের সংখ্যা কমতে থাকে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সেতুতে সবগুলো টোলবুথ চালু করা। কুয়াশা কেটে যাওয়ায় মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল সাড়ে ১০টার পর থেকে তেমন গাড়ি নেই।
তিনি আরেও বলেন, ঘন কুয়াশার কারণে সেতুতে ৫টি টোল বুথ বন্ধ রাখা হয়। রাত থেকেই বুথগুলো বন্ধ ছিল। এতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায়। ফলে কোথাও কোথাও পরিবহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছিল।
ঊষার আলো-এসএ