UsharAlo logo
শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

৭ রানে অলআউট, টি-টোয়েন্টিতে লজ্জার বিশ্বরেকর্ড

ঊষার আলো
নভেম্বর ২৫, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে চার ছক্কার ফুলঝুরি দেখতে আসে দর্শকরা। সেখানে কিনা ১১ ব্যাটার মিলে করতে পেরেছেন মোটে ৭ রান। আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এমন নজির গড়েছে আইভরি কোস্ট। যা এই ফরম্যাটে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার বিশ্বরেকর্ড।

আইভরি কোস্টের লজ্জার রেকর্ড গড়ার ম্যাচে আগে ব্যাট করে নাইজেরিয়া স্কোরবোর্ডে জমা করে ২৭১ রান। যা টি-টোয়েন্টির ইতিহাসে অষ্টম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। যার জবাব দিতে নেমে মাত্র ৭ রানে অলআউট আইভরি কোস্ট। যা এই ফরম্যাটে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড।

এর আগে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড ছিল মঙ্গোলিয়ার। সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছিল দলটি। যাকে এবার ছাড়িয়ে গেছে আইভরি কোস্ট।

বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে নাইজেরিয়া জয় পেয়েছে ২৬৪ রানের বড় ব্যবধানে। তাদের জয়ের ব্যবধানটিও রেকর্ড গড়েছে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে ২৯০ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল ২৭৩ রানে জিতেছিল।

মূলত আইসিসির সহযোগী দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পর থেকেই ক্রিকেটে এমন অদ্ভুতুড়ে রেকর্ড দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে। যা বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির এই সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবাতে পারে!

এর আগে আইল অব ম্যান গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে সর্বনিম্ন ১০ রানে অলআউটের রেকর্ড গড়েছিল। এ ছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে গুটিয়ে যায় মঙ্গোলিয়াও। সেই ম্যাচ দুটিকে ছাড়িয়ে গেল আইভরি কোস্ট।

ঊষার আলো-এসএ