UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৮ম আইফুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ফাতেমা এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন

ঊষার আলো
এপ্রিল ১৩, ২০২১ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : ৮ম আইফুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফাতেমা এন্টারপ্রাইজ। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় খুলনা টেক্সটাইল মিল কলোনী মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ৪ উইকেটে গত আসরের রানার্সআপ দুরন্ত পার্টনার্সকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৯৪ রান সংগ্রহ করে দুরন্ত পার্টনার্স। দলের পক্ষে টগর ২২, হায়দার ১৯ রান সংগ্রহ করে। প্রতিপক্ষ দলের আকাশ অসাধারণ বোলিং করে ৪ উইকেট শিকার করে। জবাবে খেলতে নেমে ৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ফাতেমা এন্টারপ্রাইজ। দলের পক্ষে শামসু ১৬, মুন্না ১৪ রান সংগ্রহ করে। প্রতিপক্ষ দলের অন্তর দারুণ বোলিংয়ে ৩ উইকেট শিকার করে। খেলায় বোলিংয়ের পর ব্যাটিংয়েও নৈপূণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের আকাশ।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে আকর্ষণীয় প্রাইজমানি পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. নূর ইসলাম ফরাজী। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের সদস্য ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোস্তফা শিকদার। সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জালাল মৃধা, জয়নাল ফরাজী, ছাত্রলীগ নেতা শেখ সাকিব, মনিরুল ইসলাম, সুজন আকন, আজিজুল ফরাজী, দেবা দাস, শাকিল, আজাহার মৃধা প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)