UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অজগরের পেটে মিলল নারীর মরদেহ!

pial
অক্টোবর ২৬, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অজগর সাপের পেটে মিলল নারীর মরদেহ। এ ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশ।

মৃত সেই নারীকে হত্যার পর তাকে গিলে ফেলে ওই অজগরটি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জারাহ (৫০) নামের নিহত সেই নারী ছিলেন এক রাবার বাগানের শ্রমিক। গত রোববার ( ২৩ অক্টোবর) সে কাজের জন্য বাড়ি হতে বের হন।

তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরদিন গ্রামবাসী বড় পেটের একটি অজগরকে পান। পরে তারা অজগরকে মেরে সেই নারীর মরদেহ উদ্ধার করেন।

বেতারা জাম্বি পুলিশের প্রধান একেপিএস হারেফা স্থানীয় গণমাধ্যমে জানান, ভুক্তভোগী সেই নারীর মরদেহ ছিল অজগরের পেটে। তার দেহের বেশিরভাগ অংশই অক্ষত ছিল।

এই পুলিশ কর্মকর্তা বলেন, রোববার রাতে সেই নারীর স্বামী তার স্ত্রীর কাপড় ও কাজ করার যন্ত্র খুঁজে পান। আর সোমবার ১৬ ফুট দৈর্ঘ্যের অজগরটিকে দেখা যায়।

এমন ঘটনা বিরল হলেও অজগরের আস্ত মানুষ গিলে ফেলার ঘটনা ইন্দোনেশিয়ায় এটাই প্রথম নয়। ২০১৭ ও ২০১৮ সালেও দেশটিতে এমন ঘটনা ঘটে।

সূত্র: বিবিসি

(ঊষার আলো-এফএসপি)