UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অতিরিক্ত মদপানে দুই বন্ধুর মৃত্যু

usharalodesk
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কক্সবাজার বেড়াতে যেয়ে হোটেলে অতিরিক্ত মদপানে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। দুই বন্ধু হলেন রাফসানুল হক (৩০) ও মুনতাসীর প্রিয়াম (২৮)।

শুক্রবার সকালে কক্সবাজারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাফসান ও ওই দিন রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান বন্ধু সাইমুন প্রিয়াম। মৃত ২ জনই চট্টগ্রামে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে,  বৃহস্পতিবার  রাফসান, প্রিয়াম ও রায়হান নামের ৩ বন্ধু কক্সবাজারে বেড়াতে যান। সেখানে গিয়ে তারা কলাতলীর বে ওয়ান ডাচ নামক হোটেলে ওঠে।  রাতে তারা হোটেল কক্ষে অতিরিক্ত মদ পান করেন। শুক্রবার সকালে ৩ বন্ধুই একই সাথে অসুস্থ হয়ে পড়লে তাদের কক্সবাজার হাসপাতালে নেওয়া হলে রাফসানুল হকের মৃত্যু হয়। অপর দুই জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে শুক্রবার গভীর রাতে সাইমুন প্রিয়ামের মৃত্যু হয়।

 

(ঊষার আলো-আরএম)