পিরোজপুর প্রতিনিধি: সমুদ্রে নি¤œচাপ ও অতি জোয়ারের পাানিতে এবং ভাঙ্গা বেরীবাঁধের বিভিন্ন স্থান থেকে পানি প্রবেশ করে পিরোজপুরের কাউখালী উপজেলার প্রায় ২০ গ্রাম প্লাবিত হয়েছে। ফলে সবচেয়ে বেশী বিপাকে পড়েছে এসব এলাকার খেটে খাওয়া সাধারন মানুষ। অতি জোয়ারের চাপে লবনাক্ত পানি ও কচুরীপনা ঢুকে ক্ষতিগ্রস্থ হচ্ছে ফসলি জমিসহ বাগান বাড়ি অন্যদিকে জোয়ারের পানি এসব এলাকায় ঢুকে তলিয়ে গেছে রাস্তা-ঘাট, বাড়ির আঙ্গিনা। এমন কি রান্নার চুলায় পানি উঠে যাওয়াতে মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে ভাবিক জীবনযাত্রা।
উপজেলার বেশকিছু এলাকার বেড়িবাঁধ সিডরের সময় ভেঙ্গে যাওয়ার ফলে তা এখনো মেরামত না করায় সামান্য জোয়ারের পানিতে এসব এলাকার শত শত হেক্টর ফসলি জমি তলিয়ে যায়। কয়েক কিলোমিটার বেরীবাঁধের অভাবে চিরাপাড়া, শিয়াল কাঠি ও আমড়াজুড়ী, কাউখালী সদর ইউনিয়নের কয়েক হাজার পরিবার মানবেতর জীবন জাপন করছে। এলাকার মানুষের কষ্ট লাঘবের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছেন এই এলাকার জন প্রতিনিধি। মোঃ মোস্তাফিজুর রহমান চেয়ারম্যান ,সদর ইউনিয়ন পরিষদ, কাউখালী। এবিষয় পিরোজপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে পিরোজপুরের ৭টি উপজেলায় ২৯২ কিলোমিটার বেড়িবাধ রয়েছে। সমুদ্রের নিন্চামপ ও অতি জোয়ারের পাানিতে পিরোজপুরের নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট বেড়েছে।