UsharAlo logo
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অধিকৃত গোলান মালভূমিতে সিরিয়া ও রাশিয়ার যৌথ মহড়া

pial
জুন ৮, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো আলো : ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির ওপর সিরিয়া ও রাশিয়ার সামরিক বিমান যৌথভাবে মহড়া চালিয়েছে।

কল্পিত শত্রুর যুদ্ধবিমান ও সামরিক ড্রোনের বিরুদ্ধে এটি ছিল প্রকৃত যুদ্ধাবস্থার মতো বিমান মহড়া।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, এই মহড়া অভিযানে রাশিয়ার সুখোই এসইউ-২৪, এসইউ-৩৪ ও এসইউ-৫ বোমারু বিমান অংশ নেয়। পাশাপাশি এই মহড়ায় অংশ নিয়েছে সিরিয়ার ছয়টি মিকইয়ান গুরেভিচ মিগ-২৩, ও মিগ-২৯ জঙ্গিবিমান।
এর আগে গত ২৪ জানুয়ারি সিরিয়া ও রাশিয়া যৌথভাবে গোলান মালভূমিসহ সিরিয়া সীমান্তে তাদের টহল অভিযান চালিয়েছিল।

২০১১ সাল থেকে সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের সহিংসতা শুরু করে। এক পর্যায়ে সিরিয়া সরকারের আমন্ত্রণে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে এ পর্যন্ত সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রাশিয়া সক্রিয়ভাবে সিরিয়ার পাশে রয়েছে। গত মাসে রাশিয়া নতুন করে সিরিয়ায় অ্যাটাক হেলিকপ্টার ও জঙ্গিবিমন পাঠিয়েছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট।

(ঊষার আলো-এফএসপি)