UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অনৈতিক সম্পর্কের বলি নবজাতক

koushikkln
মে ১৪, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলায় মল্লিকের বেড় এলাকায় জন্মের পর নবজাতককে পানিতে ফেলে হত্যা করে মৃতদেহ মাটি চাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় মামলা করেছেন প্রতিবেশী নারী আম্বিয়া বেগম।

মামলা সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার মল্লিকের বেড় গ্রামের শাহাজান হাওলাদারের জামাই আসামী আল আমীন সেখ তার চাচাত শালীকা জনৈক তরুণীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ওই তরুণী ৮/৯ মাস পূর্বে গর্ভবতী হয়ে পড়েন।

শুক্রবার (১৩ মে) সকাল ১১টার দিকে ওই তরুণীর প্রসব বেদনা শুরু হলে চিকিৎসার জন্য গ্রাম্য চিকিৎসকের নিকট রওনা দেয়। পতিমধ্যে স্থানীয় জনৈক কবীর রাড়ির বাড়ির সামনে সাড়ে ১১ টার দিকে ওই তরুণী ছেলে সন্তান প্রসব করে। এরপর তরুণীর চাচা শাহাজান ও কথিত প্রেমিক আল আমীন ওই নবজাতককে পাশের খালের পানিতে ফেলে দেন। পরে নবজাতকটি মারা গেলে খালের পাড়ে মাটি চাপা দেয়া হয়। স্থানীয়রা ঘটনা দেখতে পেয়ে প্রথমে স্থানীয় সুমন মেম্বারকে ও রামপাল থানা পুলিশকে খবর দিয়ে ঘাতক শাহাজাহান ও আল আমীন কে পুলিশে সোপর্দ করেন। এলাকার বহু মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ঘটনাটি খুবই দূঃখজনক। এ ঘটনায় একটি মামলা হয়েছে।